মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

কে পড়ে কার ছড়া

সোমা মুৎসুদ্দী
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
কে পড়ে কার ছড়া

ছড়া লিখে কত কবি কত ছড়াকার

কে পড়ে কার ছড়া বল কবে আর।

আমি ভাবি আমারটা সবচেয়ে সেরা

এই ছড়া ফুলপাখি লতাপাতা ঘেরা।

সে ভাবে তার ছড়া সবচেয়ে দামি

ছড়া পড়ে খুশি হয় মামা আর মামি।

উনি ভাবে উনি লেখে ছড়াগুলো বেশ

ছড়াতেই সাজানো মায়াবী স্বদেশ।

তিনি ভাবে তার লেখা খোকাখুকু নিয়ে

তার সাথে ভালো লাগে ছন্দও দিয়ে।

ছড়াকার হতে চাও সব ছড়া পড়

হিংসা বিভেদ ভুলে দেশটাকে গড়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে