নীল চাঁদোয়া

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

সুব্রত চৌধুরী
ঘাসের ডগায় শিশির মুকুট হিমের চাদর গায় ঝিরিঝিরি হিমেল হাওয়া যায় যে বয়ে যায়। অঙ্গন জুড়ে গাছে গাছে নুইয়ে পড়ে ফুলে মিষ্টি গন্ধে খোকন সোনার মনটা ওঠে দুলে। মাছের খোঁজে গাঁয়ের ছেলে পলো হাতে ছোটে বিলে-ঝিলে পাপড়ি মেলে শতদলে ফোটে। মেঘবালিকার ছুটি যে আজ নীল চাঁদোয়ায় ছাওয়া ঝরা পাতা জাগায় ব্যথা ঝিরি ঝিরি হাওয়া। বাউলা বাতাস ঢেউ খেলে যায় পাকা ধানের ক্ষেতে ঢেঁকির ছন্দে আলতা পায়ে খুকু ওঠে মেতে। নতুন চালের ফিরনি পায়েস জিভে আনে জল পিঠে খেয়ে নাচে খুকু পায়ে রূপোর মল। নাইয়র আসে বাড়ি বাড়ি খুশির ডাকে বান মনটা সবার আকুল করে জারি সারি গান। বাঁশ বাগানে গাছের তলে জুনি পোকা জ্বলে রূপোর সিকি ঝিকিমিকি ফুলের মালা গলে।