খোকা যায় চাঁদের দেশে
প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
আসাদুজ্জামান খান মুকুল
ঘুমের ঘোরে খোকন সোনা চাঁদের দেশে যায়,
চাঁদের বুড়ি দেখে হেথায় খোকার কাছে আয়।
চাঁদের বুড়ি ভীষণ খুশি ছোট্ট খোকা পেয়ে,
চরকা কাটা রেখেই বুড়ি নাচছে হেসে গেয়ে!
বলছে বুড়ি, খোকনটারে হবে আমার নাতি?
এইখানেতে একাই থাকি নেইতো কেহ সাথী।
থাকিস যদি আমার সাথে কাটবে সুখে বেলা,
দেখবি আরো চাঁদের পাশে লাখো তারার মেলা।
চাঁদের দেশে চাঁদ কুমারী পাশেই তারি ঘর,
পাবে যে তার আদর স্নেহ করবে না সে পর।
এমন ক্ষণে খোকাবাবুর ভেঙে গেছে ঘুম,
দেখছে চেয়ে মায়ের কোলে মায়েই দিছে চুমু!