মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

হেমন্তের গান

রথিন্দজিৎ হিরু
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
হেমন্তের গান

হিমেল হাওয়া সকালে ওই যখন লাগে গায়

সুড়সুড়ি দেয় শিশির কণা খুকুর আলতো পায়।

মাঠে মাঠে ওই সোনালি ধান যখন গাঁয়ে হাসে

বাংলাজুড়ে হেমন্ত তখন তার ছোট্ট পায়ে আসে।

পাকা ধানে গন্ধে মাতায় মাঠজুড়ে ওই গাঁয়ে

কাস্তে হাতে যায় চলে যায় ধান কেটে নেয় নায়ে।

মন নাচিয়ে কৃষান বধূ গোলায় তোলে ধান

গাইছে পাখি গুনগুনিয়ে আজ হেমন্তের গান।

হালকা শীতের নমর ছোঁয়া হিম বাতাসের টান

বাউল সুরে বাঁধ ভেঙে যায় খুশির ওঠে বান।

নতুন ধানের খৈ ভাঙে আর পিঠেপুলির ধুম

হারিয়ে গেল ওই যে খুকুর মিষ্টি চোখের ঘুম।

ঘুম ভেঙে যায় খেজুর রসে মৌ মৌ করে ঘ্রাণ

হিমেল হাওয়ায় গা ভাসিয়ে নাচায় মনপ্রাণ।

হেমন্ত আসে বাংলাজুড়ে মাতিয়ে তোলে সবে

নতুন ধারায় জেগে উঠে নবান্নের উৎসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে