বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

শিশুর প্রশ্ন

মঈন তাজ
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
শিশুর প্রশ্ন

বল তো মা চাঁদটা কেন

আমার সাথে চলে,

মিটিমিটি তারা কেন

সন্ধ্যা হলে জ্বলে।

বল না মা ছবি কেন

তাকায় আমার দিকে,

কেমন করে শিশুরা সব

মায়ের বুলি শিখে।

আয়নাতে মা দেখি কেন

আমার মতই ছবি,

সন্ধ্যা হলে আকাশ থেকে

হারায় কেন রবি?

নদীর জলে নৌকা বল

কেমন করে ভাসে

কেমন করে আকাশ দিয়ে

বিমান ছুটে আসে?

আবছা আলোয় কেন মাগো

দেখি আমার ছায়া,

শিশুর প্রতি বাবা মায়ের

এত কেন মায়া?

অনেক কথা শুনে শিশুর

মায়ে হেসে বলে,

সকল কিছু জানবে তুমি

অনেক বড় হলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে