আমি জুনির নানা

প্রকাশ | ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

স. ম. শামসুল আলম
হাসিখুশি মিষ্টি মেয়ে জুনি গল্পটা তার শুনি। তার যত কান্ডকারখানা আছে আমার জানা আমি জুনির নানা। কোলে নিলেই টানতে থাকে দাড়ি পাকা দাড়ির সাথে ভীষণ আড়ি। লাগলে ব্যথা বলি হেসে হেসে 'জুনির মতো ভালো মেয়ে কয়টি আছে দেশে?' চশমা ধরে টান দিয়ে সে ফেলল ভেঙে কাচ আমি বলি, 'বাহ্‌! কী মজা জুনির বেজায় আঁচ।' মাথার টুপি মারল ছুড়ে দূরে তখন আমি বলি চিকন সুরে 'আছে অনেক গুণই- ছোড়া কি আর সহজ কথা ছুড়তে পারে জুনি।' ফেলল ভেঙে আমার চায়ের কাপ বলল সবাই ওরে বাপরে বাপ আমি কিন্তু সামলে নিলাম চাপ ভীষণ খুশি দেখে তার উত্তাপ। তসবি ছিঁড়ে ছড়িয়ে দিল দানা সবাই এসে ধমক মারে আমিই নাকি কানা করতে কেন পারি না তাও মানা কেমন করে বুঝাই তাদের আমি জুনির নানা।