বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

শরতের স্নিগ্ধতা

শচীন্দ্র নাথ গাইন
  ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
শরতের স্নিগ্ধতা

শরৎ এলে চলতে থাকে আলোছায়ার খেলা

এই বৃষ্টি ঝেঁপে আসে আবার তাকায় বেলা।

উড়ু উড়ু মেঘের দলে এপাশ ওপাশ ছোটে

পেঁজা তুলো জড়িয়ে থাকে ওদের কোমল ঠোঁটে।

ময়ূরকণ্ঠী নীল আকাশে বসায় মেলা তারা

স্নিগ্ধ হাসি বিলিয়ে চাঁদে হয় যে আত্মহারা।

কাশফুলেরা দেয় ছড়িয়ে নদীর তীরে হাসি

ময়না-শালিক ঝাউয়ের বনে বাজায় সুরের বাঁশি।

বাতাসজুড়ে বরই ফুলের গন্ধ থাকে মিশে

মৌমাছিরা আকুল হয়ে হারিয়ে ফেলে দিশে।

নিত্য ভোরে ঘাসের ওপর ভাসে ফুলের খেয়া

রাতের শিশির মেখে তাকায় জুঁই-শিউলি-কেয়া।

রোদ চিকচিক স্বচ্ছ পানি বিলে-ঝিলে-খালে

শাপলাকুঁড়ি উঁকি দিয়ে দুলতে থাকে তালে।

মন যেন হয় উদাস বাউল যায় সুদূরের বাঁকে

শান্ত শরৎ সজীবতার রঙিন ছবি আঁকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে