নীল আকাশে মেঘের পাহাড় সাদা এবং কালো
তার পাশে অই সূর্য ছড়ায় সাতটি রঙের আলো।
মেঘের পাহাড় মেঘের পাহাড় মধ্যিখানে সাঁকো
ও মেঘ তুমি খেলার সাথি স্বপ্ন মেখে থাকো।
মেঘ পাহাড়ের চতুর্দিকে বৃষ্টি পরি হাসে
ঘুরে বেড়ায় মেঘের দেশে ভেলার মতো ভাসে।
মেঘ পাহাড়ের পাশে নদী, কে যেন ভাই ডাকে
এই পৃথিবী যখন তৃষ্ণায় অধীর হয়ে থাকে।
হঠাৎ দেখি আঁধার নামে ছুটছে কোথায় পাখি
মেঘের পাহাড় ভাঙতে দেখে করছে ডাকাডাকি।
পাতায় পাতায় কানাকানি বাতাস বেড়ায় ঘুরে
মেঘ পাহাড়ের ঝরনা ধারা নামে সুরে সুরে।