রাত পোহালে আমিও হই সকালবেলার পাখি
ভোরের শোভা দেখে আমার যায় জুড়িয়ে আঁখি।
ফুলের হাসি দেখতে আমি কুসুমবাগে ছুটি
আমার কাছে ছুটে আসে ধান শালিকের জুটি।
কালো ভ্রমর প্রজাপতি ফুলের বাগে খেলে
ঊষা দিদি হেসে ওঠে, আমার দেখা পেলে।
মন মাতিয়ে তোলে তখন দোয়েল পাখির শিসে
পরম সুখের পরশ মিলে ভোরের হাওয়ায় মিশে।
সূর্যিমামা জাগার আগে নিত্য আমি জাগি
আমায় দেখে হয় সকলে জাগার অনুরাগী।
ভোরে ওঠে দেখো যদি সূর্যিমামার উঁকি
দেখবে তখন তুমি হবে সবার চেয়ে সুখী।
দিনের বেলা দীঘল হবে উঠলে জেগে প্রাতে
পড়াশোনা কাজের বেলায় সময় পাবে হাতে।
আঁধার জীবন আলো করার স্বপ্ন যদি আঁকো
সবার আগে ফুলের বাগে ভোরের সাথে থাকো।