কালো মেঘ বাঁধে জোট আকাশের নীলে
ধীরে ধীরে সূর্যকে খেয়ে ফেলে গিলে!
আলোকিত দিন যেন হয়ে যায় রাত
মেঘ ফুঁড়ে নেমে আসে জলের প্রপাত।
ক্ষ্যাপা ওই মেঘ রাজ লাঠি মারে ঢাকে
বুক কাঁপে কান ফাটে বিজলির ডাকে!
জল পড়ে পাতা নড়ে ঝিরঝিরে হাওয়া
ভালো লাগে ঘরে বসে ঝালমুড়ি খাওয়া।