বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

শব্দ দূষণ

আল আমিন মুহাম্মাদ
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
শব্দ দূষণ

শহরে কি যানজট! হর্ণের হাঁক

ঝালাপালা কান, শুনে হকারের ডাক।

রাতদিন ঘোরে কত মেশিনের চাকা,

জানালার ধারে এসে কাক করে কা-কা।

ঘরে চলে টিভি আর মোবাইলে রিং

দরজায় আচমকা কিড়িং কিড়িং।

মিটিং, মিছিলে গুলি- মুখ বুজে সই,

শপিং মলেতে গেলে সে কী হইচই!

শব্দ দূষণে মরি! এ শহরে ধুঁকে,

মন ছোটে নিভৃত পলস্নীর বুকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে