বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
তোমাদের জন্য ছড়া

বাবা

ইব্রাহিম হাসান হৃদয়
  ১৯ আগস্ট ২০২৪, ০০:০০
বাবা

বাবা হলো রোদের তাপে

মাথায় বটের ছায়া,

একটু শাসন একটু বকা

মনের গোপন মায়া,

বাবা হলো বুকের সাহস

চলার পথে আলো,

বাবা বিহীন জীবন হলো

বড়ই নিকষ কালো।

বাবা হলো মুক্ত আকাশ

নীড়ে ফেরার ডানা,

ত্যাগের কথা তবু বাবার

হয় না কারো জানা।

বাবা হলো ঘোর বিপদে

শক্ত কঠিন খুঁটি,

যুদ্ধ করেই বাঁচেন তিনি

নেই অবসর ছুটি।

বাবা হলো দুঃখ হতাশায়

একটু মুখে হাসি,

হয় না বলা বাবা তোমায়

অনেক ভালোবাসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে