স্বাধীনতার সুখে
একাত্তরের ছাব্বিশে মার্চ
\হস্বপ্ন সাজাই বুকে।
বঙ্গবন্ধুর ডাকে
অস্ত্র হাতে গর্জে ওঠি
\হআমরা লাখে লাখে,
সেসব কথা ছড়িয়ে আছে
\হইতিহাসের বাঁকে।
নয়টি মাসের শেষে
বীরের মতো লড়াই করে
\হসোনার বাংলাদেশে
ডিসেম্বরের ষোলোতে লাল
\হসূর্য ওঠে হেসে।
হাসির ছোঁয়া মুখে
সবার সাথে বলছি কথা
\হস্বাধীনতার সুখে।