বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

মুজিব মানে

সুশান্ত কুমার দে
  ১৭ মার্চ ২০২৪, ০০:০০
মুজিব মানে

মুজিব মানে মুক্তি যুদ্ধ, মুক্ত করা দেশ

মুজিব মানে অবরুদ্ধ রক্ত রাঙা বেশ।

মুজিব মানে পলস্নী গাঁয়ে বাংলা ভাষার দীপ

মুজিব মানে বঙ্গ মায়ের রবির রাঙা টিপ।

মুজিব মানে ছয় দফার ঐতিহাসিক দলিল

মুজিব মানে বঙ্গ ভাষার ছোঁ মারা এক চিল।

মুজিব মানে ভেদহীন বাঙালি এক জাতি,

মুজিব মানে প্রতিদিন পূর্বাকাশের বাতি।

মুজিব মানে রং তুলি, সবুজ সোনার গাঁ

মুজিব মানে বজ্রকণ্ঠ একটা মুখের হাঁ!

মুজিব মানে উচ্ছল নদী পাখপাখালির গান

মুজিব মানে স্বাধীনতা, একটা দেশের প্রাণ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে