বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

নতুন ভোরের সূর্য

শেখ বিপস্নব হোসেন
  ১০ মার্চ ২০২৪, ০০:০০
নতুন ভোরের সূর্য

মুজিব মানে অসীম সাহস

অকুতোভয় প্রাণ,

মুজিব মানে বীর বাঙালির

জাগানিয়া গান।

মুজিব মানে একাত্তরের

৭ই মার্চের ভাষণ,

মুজিব মানে কোটিপ্রাণের

ভালোবাসার আসন।

মুজিব মানে পদ্ম-শালুক

শাপলা ফোটা ঝিল,

মুজিব মানে সহজ সরল

এই বাঙালির দিল্‌।

মুজিব মানে লাল সবুজের

সবুজ-শ্যামল ভূমি,

মুজিব মানে হাজার তারার

স্বপ্ন আকাশচুমি।

\হ

মুজিব মানে ফুল ফসল আর

পাখির কলরব,

মুজিব মানে বাংলা মায়ের

নবান্ন উৎসব।

মুজিব মানেই বাংলাদেশ

মুজিব রণতূর্য,

মুজিব মানে মুক্ত-স্বাধীন

নতুন ভোরের সূর্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে