দেবদারু আর অশোক বন,
দুলিয়ে মাথা সারাক্ষণ।
বলছে যেন আয় রে আয়,
এই আমাদের সবুজ গাঁয়।
ডাকছে শিমুল, পলক জুঁই,
মেঘগুলোকে আয় না ছুঁই।
ফাগুন দিনের রোদ মেখে,
রুদ্র পলাশ যায় ডেকে।
গন্ধে জড়ায় মহুয়া তার,
ডাকছে কুরচি, পাতাবাহার।
কিচিরমিচির পাখির রব,
আজ যে খুশির মহোৎসব...