বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

বসন্ত বাংলায়

আজাদ হোসেন
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
বসন্ত বাংলায়

খুব সকালে লাল হয়েছে সূর্য,

লাল হয়েছে কৃষ্ণচূড়া ফুল,

বসন্ত তাই লাল হয়েছে আজকে

এই বসন্তে হয়েছে আকুল।

শিমুল ফুলের গন্ধে ভরে যায় মন

কোকিলের গান মনটা ভরে আজ,

কান পেতে রই শুনতে মধুর ধ্বনি

এই বসন্তে প্রকৃতির অপরূপ সাজ।

বসন্ত লিখেছে চিঠি আসছি আমি

রাঙাতে এই বসন্তের বাংলায়,

বসন্তের রূপ ঝরে পড়ে যেন

সোনার বাংলারই গায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে