বিজয় বেজায় সুখানুভূতি
বীর বাঙালির অন্তরে,
স্বাধীনতা ছড়িয়ে আছে
সারা বাংলার প্রান্তরে।
লাল সবুজে রঙিন হলো
বাংলাদেশের ফ্রেমটা,
বিশ্ববাসী জানল শেষে
আমজনতার প্রেমটা।
বিজয় নেশা ছড়িয়ে গেলে
জালিম দিল পিছুটান,
রক্ত স্রোতের বিনিময়ে
উঠল জেগে দেশের মান।
এমন বিজয়! অবাক ধরা!
বীর বাঙালি জাগল,
ডিসেম্বরের একাত্তরে-
পাক হানাদার ভাগল।