বাবাকে না, তোমাকে মা! রেলগাড়িটা চিনে
নাকি তোমরা এই গাড়িটা কেউ নিয়েছ কিনে!
কেমন করে জানল গাড়ি আমরা আছি বসে
সামনে এসে- হঠাৎ করে থামল ব্রেক-কশে।
আবার গাড়ি চলল ছুটে, কেউ বলে না থামো
থামলে দেখি সাবধানে খুব, আমায় নিয়ে নামো।
বাবা তুমি বলছ নাকি! মোবাইল ফোনে তাকে
আমার মেঝো মামা তিনি কমলাপুরে থাকে?
মামা এসে, বলল হেসে তোমার ভাবনা ভুল,
স্টেশনে থামবে গাড়ি, এটাই ওদের রুল।