পুঁটি মাছ করে ওই জলে লাফালাফি, বোয়ালের লাফঝাঁপ কী যে ঝাঁপাঝাঁপি! টেংরা করে নাচানাচি রুইয়ের জলে ভাসা, ঝাঁকে ঝাঁকে হাঁস নামে এ কি খেলা পাশা। কৈ মাছের জল ডুব রানি মাছ হাসে, শাপলার মেলা জলে মাগুর শিং ভাসে। এইভাবে জলে জলে মাছে মাছে...
এক টুকরো সোনা রোদ দেখা দিয়ে চলে যায় এই যেন পাই তাকে এই যেন সে হারায়। রোদ আর ছায়ার খেলা চলে দিবস রাতি আঁচল পেতে বসে পড়লেও \হরোদ হয় না সাথী।...
আমার দেশের কাদামাটি সোনার ফসল ফলে খাঁটি। দেশের মাটি গৌরব করি মাটির জন্যই যুদ্ধ ধরি। আমার দেশের মাটি ছন্দ মাটির আছে স্বাদের গন্ধ। আমার দেশের রবি হাসে শিশির ভেজায় দূর্বাঘাসে। আমার দেশে চাষা প্রাণে ফুল-ফসল মৌ মৌ ঘ্রাণে। আমার দেশে...