মেঘ চুপচাপ মেঘ চুপচাপ মেঘ ওড়নার তলে। হঠাৎ সাদা লম্বা ঠোঁটে হাসল কে কোন ছলে। বিষ্টি মেয়ের ইষ্টি কুটুম বিজলি জমায় খেল। মেঘের ঢাকী দেওয়া বাজায় ঢং ঢং ঢং বেল। রাজহংসের ঢাউস গলায় পঁ্যাক পঁ্যাক পঁ্যাক সুর। সুরের মায়ায় ভরে...
শিশির ভেজা স্নিগ্ধ ভোরে শিউলি বৈঁচি হাসে, শাপলা শালুক পদ্ম ঝিনুক নিটোল জলে ভাসে। টুপটুপাটুপ শিশির মেয়ে ফুলদানিটা ভরে, দূর্বাঘাসের শ্যামল কাঁকন ঋতুর রানি পরে। ময়না শ্যামা ময়ূর কোকিল কুহুতানে ডাকে, রিনিকঝিনিক তানপুরাতে খুকি ছবি আঁকে। কী...
হারিয়েছে কুল কুড়ানোর সাধের ছোটবেলা, হারিয়েছে হা-ডু-ডু আর কানামাছি খেলা। ডাংগুলিটাও হারিয়েছে আরও নাটাই ঘুড়ি, হারিয়েছে কলা পাতার বাঁশির সুরাসুরি। হারিয়েছে নারকেল পাতার চশমা দামি ঘড়ি, হারিয়েছে সওদা করার কাঁঠাল পাতার কড়ি। হারিয়েছে চড়ুইভাতির মিছে খাওয়া দাওয়া, হারিয়েছে পুতুল বিয়ের গয়না শাড়ি চাওয়া। হারিয়েছে সেই তো...
শালিক বাবুই ডাহুক চড়ুই পাকা আমন ধানে, নবান্নেতে উঠছে মেতে মিষ্টি মধুর গানে। ফিঙে টিয়া বসে গিয়া আমন ধানের বনে, কাকতাড়ুয়া হাত নাড়িয়া তাড়ায় আপন মনে। ব্যস্ত সবে এই উৎসবে নানা আয়োজনে, মাঠ থেকে ঘর খুশির খবর ছড়ায় সমীরণে।...