বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

পুলিশ সদস্যের ছেলেকে পুকুরে ফেলে হত্যা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ২৮ জানুয়ারি ২০২০, ০০:০০
পুলিশ সদস্যের ছেলেকে পুকুরে ফেলে হত্যা
তুর্জয় সরকার

নোয়াখালীর সেনবাগে ৩ মাস ১০ দিন বয়সি এক শিশুকে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তুর্জয় সরকার সেনবাগ থানার পুলিশ কনস্টেবল সুমন সরকারের ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কনস্টেবল সুমন সরকার উপজেলা সদরের বিন্নাগনি এলাকার ভাড়া বাসায় ঘুমাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষে শিশু সন্তানকে রেখে তার স্ত্রী টয়লেটে যান। সেখান থেকে ফিরে শিশুকে না দেখে স্ত্রী সুমনকে ঘুম থেকে তুলে আশপাশের কেউ শিশুটিকে কোলে নিয়েছে কি না খোঁজ নিতে বলেন। এক পর্যায়ে বাসা থেকে ৩৫-৪০ গজ দূরে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির বাবা কনস্টেবল সুমন সরকার বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনের নাম উলেস্নখ করে থানায়

হত্যা মামলা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, সোমবার দুপুরে ময়না তদন্তের পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে