ঢাকা কমার্স কলেজের কমিটি গঠন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
যাযাদি ডেস্ক
ঢাকা কমার্স কলেজের এডহক কমিটি ও গভর্নিং বডি গঠনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনে সব ডিগ্রি কলেজের কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেয়। পাশাপাশি এডহক কমিটি গঠনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে তিনজন করে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যদের নামের প্রস্তাব পাঠাতে বলা হয়। নির্দেশনা অনুযায়ী ২ সেপ্টেম্বর ঢাকা কমার্স কলেজের তালিকা পাঠানো হলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই তালিকা অনুসরণ না করে পছন্দের ব্যক্তিদের দিয়ে এডহক কমিটি গঠন করে।
জাতীয় বিশ্ববিদ্যালয় গঠিত এই কমিটি বিধিবহির্ভূত উলেস্নখ করে কলেজের প্রথম অধ্যক্ষ শামসুল হুদা এফসিএ হাইকোর্টের শরণাপন্ন হন। আদালত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঠিত কমিটিকে বেআইনি ঘোষণা করে কর্তৃপক্ষকে কারণ জানাতে রুল জারি করেন। এরপরও আদালতের রুল মোতাবেক ব্যবস্থা নেয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ বলেন, 'সমস্যাটি আদালতের এখতিয়ারভুক্ত বলে আমি কোনো মন্তব্য করতে চাই না।'