জনগণকে করের বোঝা চাপাতে চাই না
মেয়র শাহাদাত
প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে নিয়মিত কর পরিশোধ করুন। জনগণকে করের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিতে চাই না বরং করদাতাদের জন্য স্বস্তিদায়ক ব্যবস্থা নিশ্চিত করতে চাই।
রোববার নগরের ওয়াসা মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নিচ তলায় নগরবাসীর কর প্রদান সহজতর করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কর মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, জনগণের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যাতে সময়মতো ট্যাক্সগুলো দিয়ে দেয়। কারণ হোল্ডিং ট্যাক্স যদি আমরা ঠিকমতো পেয়ে থাকি তাহলে আমরা শহরকে সুন্দর করতে পারব।