বিস্কুটে ভ্যাট অর্ধেক করল এনবিআর

প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
হাতে ও মেশিনে তৈরি বিস্কুটে বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট এর জায়গায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে হবে এসব পণ্যে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বুধবার ভ্যাট কমানোর কথা জানানো হয়। অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। বিস্কুটের মত পণ্যে ভ্যাট বসানোয় সমালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের তরফে দাবি আসে ভ্যাট কমানোর। দুই দফায় ব্যবসায়ীরা এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরলে তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর। গত ৬ ফেব্রম্নয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি শফিকুর রহমান ভুইয়া সেদিন সাংবাদিকদের বলেন, 'আমরা এনবিআরকে বারবার বিরক্ত করার চেষ্টা করছি। চেয়ারম্যানকে বললাম, "আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি" (আগের বৈঠকে)। কিন্তু কার্যকারিতা বাস্তবে দেখতে না পেরে আমরা আপনাকে আবার বিরক্ত করার জন্য এসেছি।' তিনি বলেন, 'ভ্যাটের সদস্য আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, তিন-চারটা দিন চুপচাপ থাকেন; আমাদের কাজ করতে দেন; আমরা রেজাল্ট দেব।' সেই বৈঠকের দুই সপ্তাহ পর 'রেজাল্ট' পেলেন বিস্কুট ব্যবসায়ীরা।