বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন বাড়তি কিছু। মাঠের লড়াই শুরুর আগে শুরু হয়ে যায় কথার লড়াই। ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্ত; উত্তেজনার পারদ উঠতে থাকে উঁচুতে। নাজমুল হোসেন শান্তদেরও কি এই উত্তেজনা ছুঁয়ে যায়? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের যাত্রা শুরু হবে ভারতের বিপক্ষে লড়াই দিয়ে। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে এই ম্যাচটি। বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টিভি স্পোর্টস।
করাচিতে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বুধবার ৮ দলের এই টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। তার আগে বুধবার স্থানীয় সময় দুপুরে সংবাদ সম্মেলনে মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক শান্ত। উত্তেজনার কথা স্বীকার করলেও শান্ত জানিয়েছেন সব ক্রিকেটারের মনোযোগ থাকে মাঠে, "অবশ্যই ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে। আমার মনে হয় পেস্নয়াররা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। পেস্নয়াররা তাদের পরিকল্পনা কিভাবে বাস্তাবায়ন করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে। মাঠে যত শান্ত থাকা যায় এটা নিয়ে চিন্তা করে সবাই।'
দীর্ঘ ৮ বছর পর পর্দা উঠল চ্যাম্পিয়নস ট্রফির। ১৯৯৬ -এর পর এবারই প্রথম কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেবার ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তান। এরপর কেটে গেছে ২৯ বছর। আয়োজিত হয়েছে ৫৬টি আসর। আইসিসির কোনো ইভেন্টই আয়োজন করতে পারেনি দেশটি। আজ উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান। করাচি স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। যদিও এই ম্যাচে মানসিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে বস্ন্যাক ক্যাপরা। সদ্যই শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দু'বার হারিয়েছে নিউজিল্যান্ড।
দুবাইয়ের ভেনু্য দুই দলের কাছেই পরিচিত। কন্ডিশনও প্রায় একই। তবে শক্তি বিবেচনায় নিলে ভারত এগিয়ে সব দিক থেকেই। তবুও এই ম্যাচে কি আশা করছে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে শান্ত ছিলেন আত্মবিশ্বাসী, "আমি মনে করি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে ভালো খেলতে হবে। এই সংস্করণে আমরা সবশেষ কয়েকবছর যেভাবে খেলে আসছি, আমি মনে করি আমরা ভালো দল। কন্ডিশন একই আছে, আমরা তৈরি আছি, আগামীকাল ম্যাচে ভালো কিছুর জন্য আশা করছি।"
সবশেষ ভারত সফরে নাহিদ রানা ছিলেন আলোচনার কেন্দ্রে। গতির ঝড় তুলে খাবি খাইয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে মাঠে নামার আগেই আলোচনায় রানা। শান্তও মনে করেন এই পেসারের উপর বাড়তি নজর থাকার কথা।
"রানা অবশ্য যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি"- আরও যোগ করেন শান্ত।
দুবাই যাওয়ার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্য নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তবলেন, 'আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে যা"িছ চ্যাম্পিয়ন হতেই।' অনেকেই নাজমুলের কথা নিয়ে ট্রল করলেও এমন আশা বাংলাদেশ করতেই পারে। আট বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল। তখনও কেউ অনুমান করতে পারেননি বাংলাদেশ সেমিতে খেলবে। এবারও ফাইনাল ও চ্যাম্পিয়নের স্বপ্নদেখাকে উড়িয়ে দেওয়া যাবে না। যদিও নিজেদের প্রিয় ফরম্যাটে ২০২৩ সাল থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনশোর উপরে ও কাছাকাছি রান করেও বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে। তার আগে এই দুবাইয়েই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে নাজমুল হোসেনরা। তার উপর পাকিস্তান এ দলের বিপক্ষে একমাত্র প্রস্'তি ম্যাচেও বাজেভাবে হেরে কিছুটা আত্মবিশ্বাসও হারিয়েছে তারা। বড় টুর্নামেন্টে সব সময়ই বাংলাদেশের মূল চ্যালে ঞ্জ থাকে ব্যাটিং নিয়ে। এবারও প্রস্তুতি ম্যাচে সেই ব্যাটিং নিয়ে হতাশা বেরিয়ে এলো।
এদিকে সাকিব-তামিম-মাশরাফিকে ছাড়া খেলতে যাওয়া বাংলাদেশ এবারের দলের সবচেয়ে সিনিয়র মাহমুদউলস্নাহ-মুশফিকুর রহিম। সাবেক অধিনায়করা মনে করছেন বড় টুর্নামেন্টে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারেরই পথ দেখাতে হবে। কিন্'কাজটা করতে হবে তরুণদেরই। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে এবারের দলটি খালি চোখে বেশ ভালো দেখায়। তবে মাঠের পারফরম্যান্স বেরিয়ে না আসলে কাজটা কঠিনই।
তাওহিদ হৃদয় ও জাকের আলী অনিকের মধ্যে কে একাদশে থাকবেন। আবার দু'জনকে রাখা যায় কিভাবে। আবার দু'জনকেই একাদশে রাখতে হলে একজন বোলারও কম রেখে একাদশ সাজাতে হবে। তবে বড় পরিকল্পনা বোলিং আক্রমণে তিন পেসার নাকি তিন স্পিনার খেলবে। আপাতত নাহিদ রানাকে নিয়ে আত্মবিশ্বাসী নাজমুল। ভারত অধিনায়ক অধিনায়ক রোহিত শর্মা বেশকিছুদিন ধরেই ফর্মে নেই। যদিও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে দাপুটে সেঞ্চুরিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। আরেক অভিজ্ঞ বিরাট কোহলিও ভালো ফর্মে নেই। তবে সব মিলে ভারতের ভারসাম্য দল। অন্য আইসিসি টুর্নামেন্টেরন মতো এবারও তারা হঠ ফেবারিট।
দুবাইয়ে মঙ্গলবার বৃষ্টি হয়েছে। আজও কিছুটা সম্ভবানা রয়েছে। তবে উইকেটে বৃষ্টির কারণে তেমন প্রভাব প;ড়বে না বলেই ধারণা। বাংলাদেশ যে কন্ডিশনের সুবিধা নিয়ে খেলতে পারবে না সেটা সাবেক অধিনায়করা জানিয়েছেন। তবে সেমিফাইনালে যেতে হলে ভারতকে হারানো ছাড়া বাংলাদেশের বিকল্প থাকবে খুবই কম।