আন্দোলনে প্রাণহানি

'বেওয়ারিশ' দাফন ৮ জনের তথ্য চায় পুলিশ

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
চব্বিশের জুলাই-অগাস্টের গণআন্দোলনে নিহত আটজনের পরিচয় শনাক্তে তাদের ব্যাপারে তথ্য চেয়েছে পুলিশ। ওই ব্যক্তিদের 'বেওয়ারিশ লাশ' হিসেবে দাফন করা হলেও ছয় মাসেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ অবস্থায় সোমবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে তথ্য চেয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গণঅভু্যত্থানে গুলিতে শহীদ আটজনকে আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে দাফন করা হয়। তাদের ছবি পুলিশ সদর দপ্তরে থাকলেও সেগুলো প্রকাশযোগ্য নয়। তাদের শনাক্তে কারও কাছে কোনো তথ্য থাকলে ০১৩২০০০১২২৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।' পুলিশ সদর দপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল আহসান বলেন, 'আন্দোলনের মধ্যে বিভিন্ন সময়ে তাদের অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছিল, কিন্তু তাদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ছবি পুলিশ সদর দপ্তরে রয়েছে, কিন্তু প্রকাশের অযোগ্য হওয়ায় ছবি গণমাধ্যমে সরবরাহ করা হয়নি।' এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছয় মাস ধরে পড়ে থাকা সাত লাশের মধ্যে গত ১৩ ফেব্রম্নয়ারি পরিবারের সঙ্গে ডিএনএ প্রোফাইল মিলিয়ে ১৯ বছর বয়সী মোহাম্মদ হাসানের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে ছয় মাস ধরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকার অজ্ঞাত সাত লাশের মধ্যে মোহাম্মদ হাসান নামে একজনের পরিচয় শনাক্ত করে পুলিশ। ১৯ বছর বয়সী হাসানের ডিএনএ পরীক্ষার পর লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। হাসান গণআন্দোলন সরকার পতনের দিন যাত্রাবাড়ী থানায় এলাকায় নিহত হন। তিনি কাপ্তান বাজারে একটি ইলেকট্রিকের দোকানের কর্মী ছিলেন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের এক দফা আন্দোলনে রূপ নেয়। ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে ভারতে চলে যান। তার আগে আন্দোলন দমাতে গিয়ে সহিংসতায় বিপুল হতাহত হয়। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে হতাহতের তালিকা তৈরির উদ্যোগ নেয়। এজন্য ১৫ অগাস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। গত ২১ ডিসেম্বর 'গণঅভু্যত্থান সংক্রান্ত বিশেষ সেল' জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে ৮৫৮ জন নিহত এবং সাড়ে ১১ হাজার আহত ব্যক্তির প্রথম খসড়া তালিকা প্রকাশ করে।##