খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৭ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতিটি আসনে লড়বেন ৯৭ শিক্ষার্থী।
খুবি রেজিস্ট্রার সূত্রে জানা যায়, 'এ' ইউনিটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ৩১৯টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ১৭৯টি। 'বি' ইউনিট অর্থাৎ জীব বিজ্ঞানে ২৮১টির বিপরীতে ২৭ হাজার ৯১৯টি। 'সি' ইউনিটে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা, চারুকলায় ৪১৫ সিটে মোট আবেদন করেছেন ৩৪ হাজার ৪৩৯ জন। এবং 'ডি' ইউনিটে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসনে ৮৮টির বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ১৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি শুরু হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন চলে ১০ ফেব্রম্নয়ারি পর্যন্ত। পরে ১৫ ফেব্রম্নয়ারি পর্যন্ত সময়সীমা বর্ধিত করা হয়। এবছর গুচ্ছ থেকে বের হয়ে খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে আগামী ১৭ এপ্রিল (সি, ডি ইউনিট ) ও ১৮ এপ্রিল (এ ও বি ইউনিটের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।