মানবতার কল্যাণ, বিশ্ব ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তাবলিগ জামাতের সাথি ছাড়াও অংশ নেন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার অসংখ্য মুসলিস্ন।
এর আগে ফজরের নামাজের পর ভারতের মাওলানা মোরসালিনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার তৃতীয় বা শেষ দিনের কার্যক্রম। বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। এরপর সকাল সাড়ে ৯টায় শুরু হয় হেদায়েতি বয়ান। এ বয়ান শেষে দুপুর ১২টা ৩৮ মিনিটে মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় বেলা ১টা ৭ মিনিটে।
মোনাজাতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকাসহ দূরদূরান্তের হাজারো মুসলিস্ন। এ সময় তারা দুহাত তুলে মহান আলস্নাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় হাজারো মুসলিস্নর 'আমিন' 'আমিন' ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে সব ভুলত্রম্নটির জন্য ক্ষমা চাওয়াসহ মানবতার কল্যাণ কামনা করা হয়।
মোনাজাতে অংশ নিয়েছেন ঢাকার দক্ষিণখানের বাসিন্দা মো. ফজলুর রহমান। তিনি ইজতেমা মাঠের ভেতর ৬ নম্বর সড়কে মোনাজাতে অংশ নেন। মোনাজাত শেষে ফজলুর রহমান বলেন, 'আমি ইজতেমার কোনো নির্দিষ্ট ব্যক্তির (মাওলানা সাদ বা জোবায়ের) অনুসারী নই। প্রতিবছরই ইজতেমার মোনাজাতে অংশ নিই। এবার আগের দুই ধাপের ইজতেমার মোনাজাতে অংশ নিতে পারিনি। তাই আজ এসেছি। এবার মাঠে মুসলিস্নদের ভিড় কম। খুব সুন্দরভাবে মোনাজাত করতে পেরেছি।'
বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর মধ্য দিয়েই শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।