সাড়ে ১৫ বছর আগে পিলখানা হত্যাকান্ডের ঘটনায় কারাবন্দি থাকা এনামুল হক নামের একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে মেডিসিন বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃতু্য হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ৬৫ বছর বয়সী এনামুল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মজিবুর রহমানের ছেলে।
গত ১২ জানুয়ারি অসুস্থ অবস্থায় এনামুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় হাবিলদার এনামুল হকের ১০ বছরের সাজা হয়েছিল। ওই সাজা শেষ হলেও ঝুলে থাকা বিস্ফোরক মামলার কারণে এতোদিন তিনি কারামুক্ত হতে পারেননি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রম্নয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। সেই বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিদ্রোহের বিচার বিজিবির আদালতে হলেও হত্যাকান্ডের মামলা বিচারের জন্য আসে প্রচলিত আদালতে। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে যায় কয়েকশ বিডিআর সদস্যের।
রাজনৈতিক পটপরিবর্তনের পর পিলখানা হত্যাকান্ড পুনঃতদন্তে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর জওয়ান জামিন পান।