শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পাবনায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৩ জনের কারামুক্তি

পাবনা প্রতিনিধি
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পাবনায় বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৩ জনের কারামুক্তি

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃতু্যদন্ডাদেশ পাওয়া বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৩ বিএনপি নেতা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার দুপুরে পাবনা জেলা কারাগার থেকে তারা মুক্তি পান। এ সময় জেল গেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন- ঈশ্বরদী পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও ঈশ্বরদীর যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল।

কারামুক্তির পর তারা জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছালে তিনজনকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির নেতারা। পরে সংক্ষিপ্ত বক্তব্য দেন কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা জাকারিয়া পিন্টুসহ বিএনপির নেতাদের নিয়ে শোভাযাত্রা বের করেন। বিএনপি কার্যালয়ে থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছপাড়া, টেবুনিয়া, দাশুরিয়া হয়ে তাদের নিজ এলাকা ঈশ্বরদী গিয়ে শেষ হয়। সেখানে কারামুক্ত নেতাদের বিশাল গণসংবর্ধণার আয়োজন করে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জাকারিয়া পিন্টু সাংবাদিকদের বলেন, 'মামলাটি ছিল সম্পূর্ণ ভুয়া। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রম্নপিংয়ের কারণে সেই গন্ডগোল হয়েছিল। সেখানে আমরা সাবোটাজ হয়ে গেছি যেভাবেই হোক। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিএনপির ৫২ জন নেতাকর্মীকে জড়িয়ে মামলাটি করেছিল। পরে সেই মামলায় ফরমায়েশি রায় দিয়েছিল। যাতে ঈশ্বরদীতে বিএনপি মাথা তুলে দাঁড়াতে না পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে