শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

'অপারেশন ডেভিল হান্টে' গায়েবি মামলা দেওয়া হচ্ছে -জিএম কাদের

যাযাদি রিপোর্ট
  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
'অপারেশন ডেভিল হান্টে' গায়েবি মামলা দেওয়া হচ্ছে -জিএম কাদের

'অপারেশন ডেভিল হান্টের' নামে ঢালাওভাবে বিরোধী মত দমন ও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সোমবার জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, 'জাতীয় পার্টির ওপর জুলুম-নির্যাতন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। গ্রেফতারকৃতদের জামিন দেয়া হচ্ছে না।' রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। এসব ঘটনার নিন্দা জানিয়ে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে