শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অপারেশন ডেভিল হান্ট সারাদেশে অভিযানে নামছে যৌথবাহিনী

যাযাদি রিপোর্ট
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
অপারেশন ডেভিল হান্ট সারাদেশে অভিযানে নামছে যৌথবাহিনী

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর এবং কয়েকজন আহত হওয়ার ঘটনার পর সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' নামের অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী।

শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার পর এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'গতকাল (শুক্রবার) রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথবাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'

শনিবার থেকেই গাজীপুরসহ সারাদেশে এই অভিযান শুরু হয়েছে এবং আজ রোববার এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে উলেস্নখ রয়েছে।

গাজীপুরে হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে বলে স্বরাষ্ট্র মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর আশ্বাসের কয়েক ঘণ্টা পরই অভিযান শুরুর সিদ্ধান্ত এলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে