হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে :স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

যাযাদি রিপোর্ট
গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, 'এ ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে।' শনিবার বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুক্রবার রাতে কিছু ব্যক্তি স্বৈরাচারবিরোধী স্স্নোগান দিয়ে মোজাম্মেল হকের বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের ঘিরে ফেলেন। বাগবিতন্ডার এক পর্যায়ে এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়। এর আগে রাতে ওই ঘটনায় ১৩ জন আহতের খবর দেন গাজীপুর মহানগর পুলিশের এডিসি (উত্তর) রবিউল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের নেতাকর্মীরা বলেছেন, হামলায় আহতদের সবাইকেই প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১টার দিকে গুরুতর আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের সম্পর্কে ঢাকা মেডিকেলের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, 'আহতদের মধ্যে অধিকাংশেরই মাথায় ইনজুরি ছিল, কারও ফ্র্যাকচার রয়েছে। একজনের হাত-পা ভাঙা ছিল, তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'