শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে লুকিয়ে থেকেও ধরা খেলেন আ'লীগ নেতা

রাজশাহী অফিস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজশাহীতে লুকিয়ে থেকেও ধরা খেলেন আ'লীগ নেতা

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির ছাগলের ঘরে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, পুলিশ তার বাড়ি ঘিরে ফেললে আব্দুস সামাদ ছাগলের ঘরে লুকিয়ে থাকেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।

তিনি বলেন, 'আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার দায়িত্ব পালন করছিল। যাতে সবাই নাশকতার কাজ নির্দেশমতো পালন করতে পারে। ফলে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।'

আব্দুস সামাদ গত বছরের ৩ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার হয়েছিলেন। ডিসেম্বরে তিনি জামিনে মুক্তি পান। এর পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।

অপরদিকে, পুঠিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন, পুঠিয়া পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ। তারা দুইজন সহোদর। তারা পুঠিয়ার স্টেডিয়াম পাড়ার সেলিম ইবনে টিপু হকের ছেলে।

ওসি কবির হোসেন বলেন, 'দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এরা রাজনীতির নামে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে