শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় হঠাৎ কমেছে তাপমাত্রা, জেঁকে বসেছে শীত

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চুয়াডাঙ্গায় হঠাৎ কমেছে তাপমাত্রা, জেঁকে বসেছে শীত

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫.১ ডিগ্রী সেলসিয়াস। শুক্রবার সকালে ১০.৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে জেলায়। বৃহস্পতিবার জেলার তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে হঠাৎ শীত জেঁকে বসায় প্রচন্ড অস্বস্তিতে পড়েছেন জেলার মানুষ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৪ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৬ ডিগ্রী সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী দু'দিন তাপমাত্রার পারদ আরও কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভুত হবে।

এর আগে, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রম্নয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে