শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফতুলস্নায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ফতুলস্নায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা
মামুন হোসাইন

নারায়ণগঞ্জের ফতুলস্নায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোরে উপজেলার কোতালেরবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে এঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মামুন হোসাইন ফতুলস্নার লালপুরের পাকিস্তানি খাদের বাসিন্দা সমন আলী বেপারীর ছেলে এবং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন বলেন, 'মামুন হোসাইন দলীয় যে কোনো কার্যক্রমে সক্রিয় ছিলেন। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে মামুনের কঠোর ভূমিকা ছিল। এজন্য বারবার গায়েবি মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়। মামুন দলের একজন নিবেদিত কর্মী ছিল। তার হত্যাকারীদের শনাক্ত করে দ্রম্নত গ্রেপ্তারের দাবী জানাই।'

নিহত মামুনের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, 'রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসাব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে ৪টায় প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। গিয়ে দেখি দুই যুবক দৌড়ে পালাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'

ফতুলস্না মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা কামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা মামুনকে গুলি করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে মামুনের মৃতদেহ রাখা হয়েছে। দুবৃর্ত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আসা করছি খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে