সিরাজগঞ্জে সাবেক এমপি আব্দুল আজিজ কারাগারে
প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার হত্যা চেষ্টা মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তাড়াশ আমলি আদালতের বিচারক গোলাম ফারুখ রুমি।
এর আগে সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকা থেকে সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করের্ যাব-২ এর একটি টিম। পরে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। পরে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।