পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উলস্নাহ বলেছেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে।
শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমান উলস্নাহ বলেন, 'দেশের মানুষ সরকারের কাছে দ্রম্নত নির্বাচন প্রত্যাশা। এই দেশের আগামীর সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি করতে চায় বিএনপি। তিনি আরো বলেন, যত দ্রম্নত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।'
তিনি বলেন, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে তাদের নির্যাতনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। অনেক ভাই শহীদ হয়েছে। অনেক ভাইকে আমরা হারিয়েছি। তাদের আমরা স্মরণ করি। সর্বশেষ জুলাই-আগস্ট বিপস্নবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে।'
চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক লিটনের সভাপতিত্বে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান প্রমুখ।