চট্টগ্রামে আগুনে পুড়েছে রঙ, সুতা, আলকাতরাসহ বিভিন্ন পণ্যের সাতটি গুদাম। ঘটনাস্থলের আশপাশে পানির উৎস না থাকায় প্রায় ৫০০ গজ দূরের চাক্তাই খাল থেকে পানি এনে আগুন নিমন্ত্রণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার সকালে ৬টার দিকে নগরের আসাদগঞ্জ ওমর আলী মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আগ্রাবাদ, কর্ণফুলী, চন্দনপুরা, নন্দনকানন, লামাবাজার স্টেশনের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালায়। সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। ব্যবসায়ীরা জানায়, আসাদগঞ্জ এলাকাটিতে করাতকল, সুতার গুদাম, রঙের গুদামসহ বেশ কিছু দোকান পাশাপাশি রয়েছে। যার ফলে আগুন দ্রম্নত ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এস এম আব্দুল করিম তারেক জানান, ওমর আলী মার্কেটে ভোর ৬টার দিকে বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন মার্কেটে কেউ ছিল না। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।