বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ইনকিলাব মঞ্চের ঘেরাও কর্মসূচি আটকালো পুলিশ

যাযাদি রিপোর্ট
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইনকিলাব মঞ্চের ঘেরাও কর্মসূচি আটকালো পুলিশ

পাঁচ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের পুলিশ সদর দপ্তর ঘেরাও কর্মসূচি হাই কোর্টের মাজার গেইটে আটকে দিয়েছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে তারা পুলিশ সদর দপ্তরের উদ্দেশে রওনা দেন। বিকাল ৪টার দিকে তারা হাই কোর্টের মাজার গেইটে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়েন।

সেখানে আন্দোলনকারীদের উদ্দেশে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, তাদের পাঁচ দফা দাবি পুলিশ প্রধানের কাছে তুলে ধরবেন তিনি। সেজন্য শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সময় দিয়ে ইনকিলাব মঞ্চের তরফে বলা হয়, এই সময়ের মধ্যে পুলিশের তরফে কোনো বার্তা দেওয়া না হলে যেকোনো সময় তারা পুলিশ সদর দপ্তরে গিয়ে অবস্থান নেবেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হাই কোর্ট মাজার গেইটে বিকাল ৪টার দিকে বাধা পেয়ে আন্দোলনকারীরা চলে যান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, 'জুলাই অভু্যত্থানের জড়িতদের মধ্যে যাদের সাময়িক বরখাস্ত করেছে, তারা হেড কোয়ার্টারের সামনে মিছিল করেছে। যাদের জেলে থাকার কথা, তারা কীভাবে মিছিল করে? আবার দেখা যায়, অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়েছে। আমরা এই পুলিশ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে