বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ছয় জেলার সড়কে ১০ জনের প্রাণহানি

যাযাদি ডেস্ক
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ছয় জেলার সড়কে ১০ জনের প্রাণহানি
দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া বাস-ট্রাক -সংগৃহীত

সড়কে প্রাণহানি কিছুতেই থামছে না। গত এক দিনে দেশের ছয় জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। এছাড়া কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী, নাটোরে আখ বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক, টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিকশার পেছনে মোটরসাইকেলের ধাক্কায় কলেজছাত্র, গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক ও ভোলার পরানগঞ্জে ট্রাকের চাপায় ১ জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- দিনাজপুর ও বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলার ঠাকুরগাঁও দশমাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাস ও ট্রাকের চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহত অন্য দুজন বাসের যাত্রী। সংঘর্ষে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'শুক্রবার আনুমানিক সকালে সাড়ে ৮টার দিকে বীরগঞ্জ উপজেলা যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালকসহ দুই বাসযাত্রী নিহত হন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নাটোর প্রতিনিধি জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় আখ বহনকারী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চালক শাকিল প্রামাণিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী। নিহত শাকিল প্রামাণিক সদর উপজেলার চক আমহাটি গ্রামের ফিরোজ আলীর ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ও স্থানীয়রা জানান, নাটোর থেকে রাজশাহীগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিনজন আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত শাকিল প্রামাণিককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, প্রাইভেট পড়তে যাওয়ার পথে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ২ বন্ধু। শুক্রবার সকাল ৯টার দিকে যমুনা সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোবিন্দাসী এলাকায় দুলাল হোসেন চকদারের গরুর খামারের কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহরুখ আকন্দ নাবিল পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে। আহতরা হলেন ভূঞাপুর উপজেলা পৌর শহরের বীরহাটি গ্রামের আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। তারা তিনজনই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলযোগে তিন বন্ধু যমুনা সেতু বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা গোবিন্দাসী দুলাল হোসেন চকদারের গরুর খামার এলাকায় তাদের সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনের মধ্যে একজন মাথায় রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। পরে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পাঠান স্থানীয়রা। ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহত নাবিলের মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জয়মনিরহাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, ঘন কুয়াশায় রাতের আঁধারে কোনো মাইক্রোবাস বা ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটেছে। নিহত দুজন হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহাপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেলে করে রশিদুল ও কামাল রংপুরে থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। জয়মনিরহাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামালও মারা যান। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপালগঞ্জে কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে পলাশ মোলস্না (৩৬) নামে চালক নিহত হয়েছেন। নিহত পলাশ জেলার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোলস্নার ছেলে। কাশিয়ানী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মনিবর রহমান জানান, কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকা থেকে একটি প্রাইভেটকার মিল্টন বাজার এলাকা দিয়ে মহাসড়কে ওঠার আগেই ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। লোকজন খবর পেয়ে দ্রম্নত প্রাইভেটকারের সামনের গস্নাস ভেঙে চালককে বের করে। পরে খবর পেয়ে আহতাবস্থায় তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ বুঝে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, ভোলা থেকে স্টাফ রিপোর্টার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা পরানগঞ্জ এলাকার ভোলা-বরিশাল সড়কের বিশ্বরোড এলাকায় মালবাহী ট্রাকের চাপায় মো. ইমন (১৬) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহমাদার গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। স্থানীয় পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা ও নিহতের স্বজনরা জানান, ইমন সকাল ৯টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পরে মোটর সাইকেল করে পরানগঞ্জ বাজার থেকে একটু সামনে ভোলা-বরিশাল সড়কের বিশ্বরোড এলাকায় আসলে দ্রম্নতগামী মাহিন্দ্রকে সাইট দিতে গিয়ে একটি মালবাহী ট্রাকের চাকার চাপায় ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও নিহতের পরিবার থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে