শাহিন চেয়ারম্যানের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুলস্নাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার মামলায় কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
বৃহস্পতিবার আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর আবুল হাসান ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন। আগামী ২৮ ডিসেম্বর ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানি করবে।