ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক শেখ আব্দুর রহমানের ১২তম মৃতু্যবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের বাবা।
মরহুমের স্মরণে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার আয়োজনে আছরের নামাজবাদ হাতেম আলী সড়কস্থ' অস্থায়ী কার্যালয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।
শেখ আব্দুর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭৭ থেকে ২০১২ সাল পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি তিনি ময়মনসিংহের উত্তর জেলায় সংবাদপত্রের এজেন্ট ছিলেন। গৌরীপুর প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
তার জীবদ্দশায় দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সংগ্রাম, দৈনিক সমাচার, আজকালের খবর, সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধিসহ অসংখ্য সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেন।