হামিদুর রহমান

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও শিবপুর উপজেলার ৯৬নং শালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নায়লা আমিন'র স্বামী মো. হাফিজুর রহমান হাফিজ (৪৫) মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ সড়কে মোটরসাইকেল এক্সিডেন্টে মারা গেছেন। (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ আসর তার নিজ বাড়ি শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর খাসমহল ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের স্মৃতিচারণ ও গভীর শোক প্রকাশ করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ ভূইয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার নুর মো. রুহুল সগীর, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মরহুমের বড় ভাই হামিদুর রহমান বিপস্নবসহ জেলা ও বিভিন্ন উপজেলা শিক্ষা অফিসার এবং শিক্ষকরা। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা জানাজা নামাজে অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।