মৃতু্যবার্ষিকী

জাকের হোসেন মালদার

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

ফেনী ও দাগনভুইয়া প্রতিনিধি
ফেনী ও দাগনভুইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আরটিভি, দৈনিক যায়যায়দিনের ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার ও দাগনভুইয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি, এশিয়া টিভি, দৈনিক যায়যায়দিনের দাগনভুইয়া প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন টিপুর বাবা মরহুম জাকের হোসেন মালদারের আজ ২০তম মৃতু্যবার্ষিকী। তিনি ২০০৪ সালের ১ ডিসেম্বর দুনিয়ার মায়া ছেড়ে পরবাসী হয়েছেন। মরহুম জাকের হোসেন মালদার আবুল খায়ের গ্রম্নপের প্রতিষ্ঠাকালীন থেকে সিনিয়র ম্যানেজার ছিলেন। সেই সুবাধে বৃহত্তর নোয়াখালীর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গরিব অসহায় মানুষের মধ্যে অকাতরে দান, অনুদান ও সাহায্য-সহযোগিতা করে বেশ সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। একজন দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী,পরোপকারী ও ধার্মিক হিসেবে নিজ এলাকায় বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাসহ মালদার পাঞ্জেগানা মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন। তার মৃতু্যবার্ষিকী উপলক্ষে জাকের হোসেন মালদার ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ২৫টি টিমের প্রায় তিন হাজার এতিম, অসহায় ও নিরীহ মানুষের পাশে দাঁড়াতে পেরে তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে সবার কাছে দোয়া কামনা করেন। জাকের হোসেন মালদারের বড় ছেলে আজাদ মালদার পিতার অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় বিগত ৪২ বছর ধরে ফেনীর জনপদে সৎ ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে কাজ করে বেশ পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন। তিনি মরহুম পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।