দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলামের বাবা আব্দুর রহমান খান (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকাল সোয়া ৬টায় দুপচাঁচিয়া পৌর এলাকার ধাপসুখানগাড়ী মহলস্নায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তিনি কাহালু উপজেলার বীরকেদার মীরপাড়া গ্রামের মৃত মহসীন কবিরাজ খানের ছেলে। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এদিন বাদ জোহর দুপচাঁচিয়া রহমানিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজা ও পরে বাদ আসর তার গ্রামের বাড়ি মীরপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃতু্যতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু আব্দুলস্নাহ প্রিন্স, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দাস, যুগ্ম সম্পাদক এমডি শিমুল, কোষাধ্যক্ষ গোলাম মুক্তাদির সবুজ, সাংগঠনিক সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, দপ্তর সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক খাইরুল ইসলাম দেওয়ান, সদস্য আবু কালাম আজাদ, শহীদুর রহমান, আবু রায়হান প্রামানিক, এনামুল হক রানা প্রমুখ।