ঢাকা মহানগর উত্তর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য মোতালেব হোসেন রতনের মা বেগম আমেনা খাতুন বার্ধক্যজনিত কারণে রোববার সকাল ১১টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর।
বেগম আমেনা খাতুনের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, 'বেগম আমেনা খাতুনের মৃতু্যতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা মহিলা হিসেবে তিনি এলাকায় সুপরিচিত শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।'
বিএনপি মহাসচিব শোকবার্তায় বেগম আমেনা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।