মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের আলটিমেটাম

যাযাদি রিপোর্ট
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পদোন্নতির দাবিতে কৃষি ব্যাংক কর্মকর্তাদের আলটিমেটাম

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি ও বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী অফিসার্স ফোরাম (বিকেবি)। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার মতিঝিল বলাকা মোড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের দশম গ্রেডের কর্মকর্তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গোপালগঞ্জ থেকে আসা কৃষি ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান বলেন, 'চাকরিতে প্রবেশের তিন বছর পার হলেই পদোন্নতি দেওয়ার কথা। কিন্তু আমরা প্রমোশনের বদলে প্রহসনের শিকার। আমাদের অনেকের চাকরির বয়স ৫-৭ বছর হয়ে গেছে, তবুও প্রমোশন হয়নি। ২৪-এর বাংলায় আমরা আর বৈষম্য মেনে নেব না। আমাদের কৃষি ব্যাংকের ২০০৮ প্রবিধানেই বলা আছে, তিন বছর পরেই প্রমোশন। এতদিন আমরা মুখ বুঝে অনেক কিছু সহ্য করেছি। আমরা মিথ্যা কোনো দাবি নিয়ে রাস্তায় নামিনি। আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে