বেসরকারি মেডিকেলে অটোমেশন বাতিলের দাবিতে মানববন্ধন
প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়ায় অটোমেশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লারের সামনে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিকৃত ভুক্তভোগী শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন থেকে অটোমেশন বাতিলের জোর দাবি জানান। একই সঙ্গে মেডিকেল শিক্ষা খাতের এ পদ্ধতি ভারতের একটি ষড়যন্ত্র বলে উলেস্নখ করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পছন্দের কোনো মেডিকেলে চান্স পেলে আমরা পরিবারের সঙ্গে থাকতে পারতাম এবং পারিবারিক সাপোর্ট পেতাম। যেহেতু মেডিকেলের পড়ালেখা অনেক কঠিন ও কষ্টসাধ্য, ফলে পরিবার মানসিকভাবে সাহায্য করতে পারত। নিজের পছন্দ না থাকায় যে কলেজের নাম আমরা কখনো শুনিনি সেই মেডিকেল কলেজগুলোয় আমাদের নাম চলে আসছে। সেজন্য আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙেও পড়ছি। কিন্তু আমাদের হাতে কোনো বিকল্প নেই। অনেক মেধাবী পছন্দের কলেজ না পেয়ে দেশের বাইরে চলে যাচ্ছে অথবা অন্য সেক্টরে চলে যাচ্ছে। তাই মেডিকেল শিক্ষা খাত ধ্বংসের হাত থেকে বাঁচাতে অটোমেশন বাতিল করতে হবে।
তারা আরও বলেন, অটোমেশন একটি দীর্ঘমেয়াদি ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। চার থেকে পাঁচবার মেধা তালিকা প্রকাশের পরেও আসন ফাঁকা থাকায় বিলম্বে ক্লাস শুরু হচ্ছে। ফলে শেষ ধাপে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। নতুন পড়া এবং পুরনো পড়া গোছানো যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়ছে আমাদের। এতে অনেক শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ছে। আমাদের জীবন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।