যায়যায়দিনের বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন শনিবার কক্সবাজারের হোটেল সী ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়। ছবিতে জেলা ও উপজেলা প্রতিনিধিদের একাংশ দেখা যাচ্ছে -যাযাদি
দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে ফিরেছে মাহেন্দ্রক্ষণ। সুখ-দুখ আর ভালোবাসার হাজারো স্মৃতি নিয়ে সাগরকন্যার বুকে বসেছে মিলনমেলা। মধ্য অগ্রহায়ণের হিমেল হাওয়ায় দুলেছে এক ঝাঁক কলমযোদ্ধার হৃদয়। আনন্দ-উচ্ছ্বাসের ভেলায় ভাসলো যায়যায়দিন পরিবার।
শনিবার উৎসবমুখর পরিবেশে পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী ওয়ার্ল্ডে পাঠকনন্দিত যায়যায়দিনের ১৯তম বর্ষপূর্তি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন শনিবার সকালে হোটেল সী ওয়ার্ল্ডের সামনে থেকে যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হকের নেতৃত্বে পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা-উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সমুদ্র সৈকতে গিয়ে আনন্দ উলস্নাসে মিলিত হন সবাই।
বিকালে হোটেলের কনফারেন্স রুমে প্রতিনিধি সম্মেলনের মূল অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী। তিনি তার বক্তব্যে যায়যায়দিনের দক্ষ, সৎ ও সাহসী কলমযোদ্ধাদের সবাইকে নিয়ে পাঠক সমাদৃত এ পত্রিকাটিকে আরও গ্রহণযোগ্য করে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, 'দেশসেরা যায়যায়দিন তার সব প্রতিনিধিদের সঙ্গে নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে। সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান অটুট রাখবে।' এজন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি দায়িত্ব পালনে সবাইকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন।
যায়যায়দিনের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. রইছ উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন, যায়যায়দিনের সিনিয়র ম্যানেজার মো. নুরুল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, ব্যবস্থাপক (বিজ্ঞাপন) ইব্রাহিম খলিল স্বপন, প্রচার ব্যবস্থাপক বিলস্নাল হোসেন, কান্ট্রি ডেস্ক ইনচার্জ মায়মুনা আক্তার লীনা, অনলাইনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আবু জাফর মুহাম্মদ সোহেল, চট্টগ্রাম বু্যরো প্রধান সঞ্জীব নাথ ও মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলামসহ
\হঅন্যান্য কর্মকর্তা ও জেলা-উপজেলার প্রতিনিধিবৃন্দ।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্যে যায়যায়দিনের কাছ থেকে প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার নানা কথা ওঠে আসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা তাদের পরিচয় দিয়ে একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন।
আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অংশ নেওয়া দেশসেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।র্ যাফেল ড্র ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।